
আগামি রোববার দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দিনাজপুর জেলা ১৮ দলীয় জোট। গতকাল শুক্রবার সকালে বিএনপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৭ নভেম্বর অবরোধ চলাকালে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে ১৮ দলের সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায়। এতে ১৮ দলীয় জোটের অর্ধশত নেতা-কর্মীর আহত হয়। উক্ত ঘটনার প্রতিবাদে গত ২৮ নভেম্বর কলেজ মোড়ে ১৮ দলীয় জোট প্রতিবাদ সভার আয়োজন করে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলা প্রতিবাদ সমাবেশে দুপুর ১২টার সময় যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ প্রতিবাদ সমাবেশে হামলা চালায়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীসহ ৬২ জন আহত হয়। হামলা করা হয় বিএনপি নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীতে হামলা চালানো হয়।এরই প্রতিবাদে আগামি রোববারের হরতাল ডাক দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী।
সংবাদ মম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব লুৎফর রহমান মিন্টু, জেলা জামায়াতের মজলিশে সুরার সদস্য মাওলানা মুজিবুর রহমান, জেলা জাগপার সভাপতি রকিবউদ্দীন চৌধুরী মুন্না, ন্যাপ সভাপতি মঞ্জুরুল ইসলাম, সাবেক সাংসদ রেজিনা ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্বল, মোস্তফা কামাল মিলন, মতিউর রহমান প্রমূখ।
এআর