রাজশাহীতে সোয়া কোটি টাকার হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Rajshahi Attock

rajshahiরাজশাহীর গোদাগাড়ীতে সোয়া কোটি টাকা মূল্যের হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর দুইটার দিকে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) আবু মোকাদ্দেম আলী, পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এবং উপপরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোদাগাড়ী পৌর এলাকার আবুল বাসেদের ছেলে মিন্টুর বাড়িতে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতদের কাছ থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১ কেজি ১শ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ১ কোটি ১০ লাখ টাকা বলে জানা গেছে।

আটককৃতরা বাড়িতে বসে হেরোইনগুলি ছোট ছোট পলিথিনে প্যাকেটজাত করছিলো। হেরোইন মোড়ানো ৫১ টি খালি প্যাকেট, একটি ছোট দাড়িপাল্লা, একটি পাথর, একটি সিলভার বাটি ও তিনটি মোবাইল সেটও পুলিশ জব্দ করেছে।

আটককৃতরা হচ্ছে উপজেলার মহিশালবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে সোহেল রানা (২২), বারুইপাড়া গ্রামের রকিবুল ইসলামের ছেলে সুমন আলী (২০), আবদুল বাসেদ আলীর ছেলে মিন্টু (২৪)। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের রাজশাহী জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এসইউ