মন্দা বাজারে বস্ত্র খাতের চমক

textile_3লেনদেনে বস্ত্র খাত চমক দেখিয়েছে। মন্দা বাজারে গত সপ্তাহে বস্ত্র খাত সবচেয়ে বেশি লেনদেন করে শীর্ষে উঠে এসেছে। এ খাতটি গেল সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন করেছে ২৩ শতাংশ। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই কমেছে। আগের সপ্তাহ থেকে লেনদেন কমেছে ১১ শতাংশের ও বেশি। এর মধ্যেও বস্ত্র খাত সর্বোচ্চ লেনদেন করেছে।

 

জ্বালানি ও বিদ্যুৎ খাত ১৪ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ১২ শতাংশ লেনদেন করে প্রকৌশল খাত তৃতীয় স্থানে অবস্থান করছে। এছাড়া ওষুধ ও রসায়ন খাত ১১ শতাংশ লেনদেন করেছে। ব্যাংক খাত ৮ শতাংশ লেনদেন করেছে।

 

এর বাইরে জীবন বিমা খাত ৫ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাত ৪ শতাংশ, ভ্রমণ ও অবসর, টেলিযোগাযোগ এবং এনবিএফআই খাত যথাক্রমে ৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড, বিবিধ, সাধারণ বিমা এবং সিমেন্ট খাত যথাক্রমে ২ শতাংশ এবং ট্যানারি খাতে ১ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১ শতাংশ, আইটি খাতে ১ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ ।

 

এমআরবি/এআর