ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের মিছিল-সমাবেশ

Brahmanbaeia

Brahmanbariaকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ দফা বাস্তবায়নের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল-সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জেলা সদরে মিছিল বের হলে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুপুরে বিভিন্ন মসজিদ থেকে হেফাজতের নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর মুক্তমঞ্চে জমায়েত হয়ে মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে স্থানীয় তোফায়েল আজম মনুমেন্ট জড়ো হয়ে সমাবেশ করে।

হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন মাওলানা এরশাদ, মুফতি এনামুল হাসান, মাওলানা খালেদ ফায়েজুল্লাহ, হাফেজ খায়রুল ইসলাম, হাফেজ জুনায়েদ, মাওলানা শরীফ, সিরাজুল মুনির, মাওলানা ইসমাঈল, প্রমুখ। সমাবেশ বক্তারা আল্লাহ ও রাসুল (সা.) এর বিরুদ্ধে কটুক্তিকারী নাস্তিক ব্লগারদের সর্ব্বোচ্চ শাস্তি, হেফাজতের আমীর মাওলানা আহমদ শফীর বিরুদ্ধে ব্যাঙ্গচিত্র ও কার্টুন উক্তির তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত আলেমদের মুক্তি ও হেফাজত ঘোষিত ১৩ দফা বাস্তবায়নের দাবী জানান।

এদিকে জেলার  আখাউড়া উপজেলা সদরের সড়কবাজারস্থ দু’তলা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সমাবেশ করে। হযরত মাওলানা মুফতী উবায়দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখে মুফতী আসাদুজ্জামান, মুফতী মফিজুর রহমান, মাওলানা কাজী মাইনউদ্দিন, মো. বেল্লাল হোসেন, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা ফখরুদ্দীন প্রমূখ।

জেলার নাসিরনগরে বিক্ষোভ মিছিলশেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা করে। উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা আব্দুস ছাত্তারের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মাওলানা মোমিন উদ্দিন উসমানীর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ওমরাও খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, হেফাজতের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইমরানুর রশিদ, মাওলানা সাইফুল ইসলাম।

এসইউ