
আগামি রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বগুড়া জেলা বিএনপি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় শহরের নবাব বাড়ি বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। বগুড়া জেলা সহ সকল উপজেলায় এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
সাইফুল ইসলাম জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় না উঠানোর কারণে এবং পুনরায় যাতে তারেক রহমানের নাম ভোটার তালিকায় উঠানো হয় সেজন্য এ হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এছাড়া দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার জেলার সকল উপজেলা ও ইউনিয়নে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন সংবাদ সম্মেলনে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যক্ষ শাহাবুদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলা সভাপতি আমির হোসেন মন্ডল, এলডিপির জেলা সভাপতি মোখলেছার রহমান, ইসলামী ঐক্যজোটের সাধারণ-সম্পাদক আব্দুল ওয়াহেদ প্রমুখ।