
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ফরিদপুর নির্বাচন অফিস থেকে সৈয়দা সাজেদা চৌধুরী সহ আওয়ামী লীগের তিন নেতা মনোনয়নপত্র কিনেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফরিদপুর নির্বাচন অফিস থেকে মনোনয়পত্র কিনেছেন ফরিদপুর-৪ আসনের জন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। তার পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ নেতা দিপক মজুমদার। অন্যদিকে ফরিদপুর-৩ সদর আসন থেকে মনোনায়পত্র কিনেছেন প্রবাসী কল্যণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তার পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোকাররম মিয়া বাবু। ফরিদপুর-২ আসন থেকে মনোনয়নপত্র কিনেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তার পক্ষে সংগ্রহ করেন সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় স্ব স্ব নেতার পক্ষে অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা নির্বাচন অফিসার বজলুর রহমান জানান, ইতোমধ্যে আওয়ামী লীগের তিন নেতার পক্ষে মনোনয়নপত্র বিক্রয় করা হয়েছে।