দিনাজপুরে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার আটক

dinajpur

dinajpurদিনাজপুর জেলার ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল বিজিবি দল অভিযান চালিয়ে ৩৯৬ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে।

গতকাল শুক্রবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্ণেল লুৎফুল করিমের নির্দেশে টহল কমান্ডার নায়েব সাঈদ হোসেনের নেতৃত্বে বিজিবি  ফুলবাড়ী  উপজেলার নারায়নপুর পাকা রাস্তায়  একটি প্রাইভেট কারের গতিরোধ করে। কারটিতে তল্লাশী চালিয়ে ৩৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ  প্রাইভেটকার (চট্রো: মেট্রো-ক-০২-০৫৬৬) টি আটক করে। এসময় প্রাইভেটকারের চালক ও ফেন্সিডিল চোরাকারবারীরা পালিয়ে যায়।

এবিষয়ে ফুলবাড়ী ৪০বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল করিম ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক দ্রব্যে ও চোরাচালান প্রতিরোধে আমি আমার অধীনস্থ সকল বিজিবিকে সর্তকতার সহিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

এআর