আলোর গতিতে ছবি তুলবে ক্যামেরা

nanoযুক্তরাষ্ট্রের ম্যাসেচুয়েটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এম.আই.টি)-র কয়েকজন গবেষক মিলে সম্প্রতি  নতুন এক ধরনের ক্যামেরা আবিষ্কার করেছেন। আলোর গতিতে ছবি তুলতে সক্ষম এই ক্যামেরা চিকিৎসাবিজ্ঞানের সুক্ষ ছবি থেকে শুরু করে গাড়ির সংঘর্ষ এড়াতেও আড়াম বার্তা দিতে সক্ষম বলে জানিয়েছেন এর প্রস্তুতকারকরা। খবর দি টাইমস অব ইন্ডিয়া ।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসাবিজ্ঞানের ছবি সুক্ষভাবে তুলতে, গাড়ির সংঘর্ষে এড়াতে এবং ইন্টারেকটিভ গেইম খেলার জন্য  ক্যামেরাটি ব্যবহার করা যাবে ।

ত্রিমাত্রিক এ ক্যমেরাটি বস্তুর অবস্থানও নির্ধারণ করে দিবে । এবং আলো কত তাড়াতাড়ি বস্তুতে বাধা পেয়ে আবার ফিরে আসতে পারে তা নির্ধারণ করে দিবে ।এছাড়া বৃষ্টি, কুয়াশা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে ছবি তুলতে সক্ষম হবে ক্যামেরাটি ।

নতুন ধরণের এ ক্যামেরার দাম পড়বে ৫০০ মার্কিন ডলার ।