
চুলের স্টাইল হাল আমলে নানা ঢং আর রঙে বৈচিত্রময়। আর সিনেমার তারকাদের মধ্যে এ প্রবণতাটা আরও বেশি। গল্পের প্রয়োজনে তাদের কখনও চুল বড় করতে হয়, কথনও চুল ফেলে ন্যাড়া মাথারও হতে হয়। তবে সব তারকার আবার সেটা করেন না। চুলের প্রতি বিশেষ ভালোবাসার কারণেই তারা এটা করেত চান না।
তবে আমির খান গল্পের প্রয়োজনে যেকোনো কিছুই করেত পারেন। গজণী সিনেমায় চুলের অদ্ভুত কাট দিয়ে সেটা সর্বশেষ প্রমাণও করেছেন। আলোচনায় এসেছেন।
তবে এবার চুলের রং বদলে ফেললেন গল্পের চরিত্র হতে। হলেন স্বর্ণকেশী।
বহুল আলোচিত ধুম থ্রি সিনেমার একটি ভিডিও প্রকাশিত হয়েছে সম্প্রতি। ওই ভিডিওতে দেখা গেছে আমিরের চুল আর কালো নেই। সোনালী চুলের আমিরকে দেখা যাচ্ছে ভিডিওতে।
এবং এই সোনালী চুলে আমিরকে বেশ সুখিসুখি দেখাচ্ছেই বলে মনে হয়। তবে সত্যিসত্যি ই এই লুকআপে তাকে কেমন দেখায় তার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। কারণ আগামি মাসেই মুক্তি পাচ্ছে আলোচিত এই ছবিটি।