
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ হেফাজতে দুই দিন জিজ্ঞাসাবাদের পরে তাকে বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম ভুঁইয়া মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।