রাজনীতির আগুন কাঁচাবাজারেও

Bazar_023হরতাল অবরোধে রাজনীতির মাঠ যেমন উত্তপ্ত হয়ে উঠেছে, তেমনি  রাজধানীর কাঁচাবাজারগুলোও উত্তপ্ত হয়ে উঠছে। বাজারে প্রায় সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সপ্তাহের প্রথম দিকের চেয়ে শেষ ভাগে এসে  সবজি ও মাছের দাম প্রতি কেজিতে দেড়গুনের বেশি বেড়েছে। এর জন্য অবশ্য হরতাল – অবরোধকেই দায়ী করেন বাজার সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার রাজধানীর কাপ্তান-ঠাটারী বাজার ঘুরে দেখা গেছে , গত সপ্তাহের তুলনায় প্রত্যেকটি সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

এছাড়া মাছের দাম আগের তুলনায় কেজিতে গড়ে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।

 

সবজি ব্যবসায়ী  হুমায়ন কবির অর্থসূচককে জানান, অবরোধের কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কম হওয়ায় বেশ দাম দিয়ে কিনতে হয়েছে। তাই খুচরা বাজারে তার প্রভাব পড়েছে।

 

তিনি বলেন, অবরোধের কারণে দেশের বাইরের সাথে ঢাকার সকল যোগাযোগ বন্ধ। এজন্য পণ্যবাহী কোনো পরিবহন ঢাকায় আসতে পারেনি। বিছিন্নভাবে দুয়েকটি আসলেও চড়া দাম দিয়ে কিনতে হচ্ছে।

মাছ ব্যবসায়ীরাও সরবরাহ কমার অজুহাত দেখিয়ে মাছের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান।

 

আজকের বাজার চিত্র

 

কাঁচাবাজার

কাঁচাবাজারে আজ দেখা গেছে  প্রতিকেজি শসা ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা,গোল বেগুন ৫০ টাকা, তাল বেগুন ৮০ টাকা, লাল শিম  ৬০ টাকা, সবুজ শিম ৬০ টাকা, ঝিঙ্গা ৭০ টাকা,মুলা  ৩০ টাকা, আলু ২২ টাকা, গাজর ৬০ টাকা, করলা  ৭০ টাকা, ঢেঁড়স  ৭০ টাকা, পটল ৩৫ টাকা,পেঁপে ২০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, কচুর মুখি ৪০ টাকা, বরবটি  ৭০ টাকা, টমেটো ১২০ টাকা,  চিচিঙ্গা  ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

প্রতিপিস ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৩৫ টাকা, মিষ্টিকুমড়া ৬০ থেকে ৯০ টাকা ও লাউ ৬০ টাকা,জালি কুমড়া ৪৫ থেকে ৫০ টাকা, পানি কচু ৩৫ টাকা থেকে ৪০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে এবংপ্রতিহালি কাঁচকলা ২৫ টাকা ও লেবু ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

এছাড়া, বাজারে লালশাক, কলমি শাক, লাউ শাক, পালং শাক,মুলা শাক, পুঁই শাক, ডাটা শাকসহ নানাধরনের শাকের আটি ১০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পুদিনা পাতা ১০০ গ্রাম ২০ টাকা, ধনেপাতাপ্রতি ১০০ গ্রাম ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

মুদি

মুদি দোকান ঘুরে দেখা গেছে,  প্রতিকেজি দেশি পেঁয়াজ ৮৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা,  চায়না বড়রসুন ৮৫ টাকা, দেশি রসুন ৮০ টাকা, একদানা রসুন ১১৫ টাকা, চায়না আদা ১৫০  টাকা, ইন্দোনেশিয়ানআদা ১২০ টাকা, শুকনা মরিচ ২০০ টাকা, হলুদ ১৩০ টাকা, ধনিয়া ৮০ টাকা, আটা (প্যাকেট) ৩৮ টাকা,ময়দা (প্যাকেট) ৪৮ টাকা, দারুচিনি ৩০০ টাকা, এলাচি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৭০০ টাকা, জিরা ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা, বেশন ৯০ টাকা, দেশি মশুর ডাল ১০৮ টাকা, ভারতীয় মশুর ডাল ৮০ টাকা, খেসারি ডাল ৪৫ টাকা, মুগ ডাল ১২০ টাকা, ছোলা ৪৫ টাকা, অ্যাংকর ডাল ৪২ টাকা, মাসকলাই ৯০ টাকা, বুট ৫০ টাকা, চিনি ৫০ টাকা ও প্রতি লিটার সয়াবিন খোলা ১১০ টাকা ও বোতলজাত  সয়াবিন ১১৬ টাকা, পাম সুপার  ৮৫ টাকা লিটার হিসাবে বিক্রি হচ্ছে।

 

চাল

আজ চালের বাজারে প্রতিকেজি নাজিরশাইল ৫৮ টাকা, মিনিকেট ৪৮ থেকে ৫০ টাকা, লতা আটাশ ৩৮থেকে ৪০ টাকা, মোটা চাল ৪২ টাকায়, জিরা নাজির ৫৫ টাকা, আটাশ ৪২ টাকা, পাইজাম ৪০ টাকা,চিনি গুড়া ১১০ টাকা, পারিজা ৩৮ টাকা, বিআর-২৮ ৪০ থেকে ৪২  টাকা, বিআর-২৯ ৪০ টাকা, হাসকি৪০ টাকা, স্বর্ণা ৩৬ টাকা থেকে ৩৮ টাকা  দরে বিক্রি হচ্ছে।

 

ডিম

আজকে বাজারে প্রতি হালি লেয়ার মুরগির লাল ও সাদা ডিম ২৮ টাকা, হাঁসের ডিম ৪০ টাকা, পাকিস্তানিমুরগির ডিম ৪০ টাকা, দেশি মুরগির ডিম ৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

 

মাছ

মাছের বাজারে আজ ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের বেশি প্রতিহালি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার  ৪০০ টাকা।এক কেজি ওজনের বেশি ইলিশের পিস ৬০০ টাকা ও প্রতিকেজি জাটকা ৩০০ টাকা, চন্দনা ইলিশ ১৬০ টাকা, কাতল মাছ ৩০০ টাকা, রুই মাছ ৩০০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা, পাঙ্গাস ১০০টাকা, চিংড়ি (বড়) ১ হাজার ২০০ টাকা, চাষের কৈ ২৫০  টাকা, দেশি কৈ ৩০০ টাকা, টাকি১৪০ টাকা, সিলভার কার্প ১২০ টাকা, মলাঢেলা ২০০ টাকা, বাইলা মাছ ৫৫০ টাকা, কাচকি মাছ ২০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

শুটকি মাছ

শুটকি মাছ প্রতি ১০০ গ্রাম চিংড়ি শুটকি মানভেদে ৩০ টাকা থেকে ৭০ টাকা, টাকি ৬০ টাকা, কাসকি ৬০টাকা, লইট্যা শুটকি ৪০ থেকে ৫০ টাকা, বাইম মাছের শুটকি ৮০ টাকা, চাপিলা শুটকি ৬০ টাকা, পুটিমাছের শুটকি ৬০ টাকা, নলা মাছের শুটকি ৬০ টাকা, চান্দা মাছের শুটকি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি ইলিশ মাছের শুটকি ৭০০ টাকা ও কাইলা শুটকি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

মাংসবাজারে গরুর মাংস ২৮০ টাকা ও খাসি ৪৮০ টাকা কেজি  দরে বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের প্রতিটিদেশি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা , ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকা, লেয়ারমুরগি ১৪০ টাকা, হাঁস ৩০০ টাকা, ভেড়া ও ছাগীর মাংস ৪৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।ফলআজ ফলের বাজারে প্রতিকেজি আপেল ১৫০ থেকে ১৮০ টাকা,   মালটা ১২০ টাকা, আঙুর ৪৫০ টাকাও  প্রতিডজন কমলা ২০০ থেকে ২২০ টাকা, বেদানা ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রতিহালি সাগর কলা ২৫ টাকা, নেপালি কলা ১৫ টাকা, শবরী কলা ২৫ টাকা, চাপা কলা ১৫ টাকায় বিক্রিহচ্ছে।  এছাড়া পেয়ারা ১০০ টাকা, আমড়া ১২০ টাকা, আমলকি ১০০ টাকা ও জলপাই ৩০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

 

প্রতিপিস জাম্বুরা ৮০ টাকা থেকে ১২০ টাকা, বেল ৭০ থেকে ১০০ টাকা, আনারস প্রতিপিস ৩০ থেকে ৬০ টাকা দরে বিক্রিহচ্ছে।

এসএস/