
তফসিল প্রত্যাখান ও নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের ডাকা অবরোধের তৃতীয় দিন চলছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজধানীর ধানমন্ডিতে শিবির ও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও বাসে অগ্নি সংযোগ এবং গ্রিন রোডে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ধানমন্ডির ১৫ নাম্বারে অবরোধের সমর্থনে মিছিল বের করে ছাত্রশিবির। এক পর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করে। যানবাহন ভাংচুর ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া গ্রিনরোডে চারটি ককটেলের বিস্ফোরন ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এঘটনায় কাউকে আটক করতে পারে নি।
অবরোধের মধ্যে রাজধানী থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে না গেলেও প্রধান সড়কগুলোতে গণপরিবহন ও প্রচুর রিকশা চলাচল করছে। তবে দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।