
বড় ধরনের দর পতনের দিকে এগুচ্ছে বাজার।বৃহস্পতিবার প্রথম দুই ঘন্টার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ কমে গেছে।দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার।
দেশে রাজনৈতিক সংঘাত তীব্র হতে থাকায় বাজারে তার প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।লেনদেন চলাকালে বড় ধরনের কোনো নাশকার খবর এলে তার প্রভাবে বাজারে আজ আরও বড় প্রভাব পড়তে পারে বলে তাদের আশংকা।
আগের দিনের মত বৃহস্পতিবারও সূচকের উর্ধমুখী ধারায় লেনদেন শুরু হয়।বাড়তে থাকে শেয়ারের দাম।মাত্র ২০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে চার হাজার ২৮২ পয়েন্টে অবস্থান নেয়। তবে সেখান থেকে শুরু হয় পতন।বেলা সোয়া ১১ টায় সূচক একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সেটি টেকসই হয়নি।আবার শুরু হয় পতন।