ভালোবেসে নিজেই পাহাড় আর দ্বীপ কিনতে চেয়েছেন সুনীল। তিনি পারেন নি। তার সে পরিমানের টাকা হয়তো ছিল না। কিন্তু হলিউডের অন্যতম সেরা আবেদনময়ী ও অ্যাকশন কন্যা আ্যাঞ্জেলিনা জোলি তার প্রেমিক ব্র্যাড পিটকে দ্বীপ উপহার দিয়েছেন বলে শোনা যাচ্ছিল। সকলে বিশ্বাসও করেছিল।
কিন্তু যে দ্বীপটি কেনার বিষয়টিকে গুজব বলে তার মালিক বিষয়টি নাকোচ করে দিয়েছেন।
ম্যানহাটনের কাছাকাছি ওই দ্বীপের বর্তমান মালিক ডোনা মাসারো যুক্তরাজ্য ভিত্তিক মেয়েদের পত্রিকা ফিমেলফার্স্টকে জানিয়েছেন, দ্বীপটি তারা বেচতে চান ঠিকই কিন্তু এখনও কোনো ক্রেতা পাওয়া যায় নি।
আর জোলির দ্বীপ কেনার বিষয়টি তিনি উড়িয়ে দিয়ে বলেন, এটা নিছক গুজব।
এটা কে বা কারা ছড়িয়েছে সেটা ভেবে তিনি বিস্মিত বলেও জানান ডোনা।