জিপিএইচ ইস্পাতের মুনাফা বেড়েছে ৭৭ শতাংশ

gph ispat 3rd quarter

GPH_ISpatপ্রকৌশল খাতের জিপিএইচ ইস্পাত লিমিটেডের অর্ধ-বাষিকীতে  মুনাফা বেড়েছে ৭৭ শতাংশ। কোম্পানির অর্ধ-বার্ষিকী (মে-অক্টোবর) আর্থিক প্রতিবেদন ডিএসই ওয়েবসাইটে প্রকাশ করলে এ তথ্য জানা যায়।

কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮ কোটি ৭ লাখ টাকা এবং ইপিএস ৭৫ পয়সা।
এই সময়ের মধ্যে কোম্পানি যে পরিমান বোনাস শেয়ার ইস্যু করেছে তা বিবেচনায় আনা হলে ইপিএস হবে ১ টাকা ২১ পয়সা।

উল্লেখ্য, গত তিন (আগষ্ট-অক্টোবর) মাসে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ৬ কোটি ৫৫ লাখ টাকা এবং ইপিএস ৬১ পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ১ কোটি ৭৮ লাখ টাকা এবং ১৭ পয়সা।