খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মনোনয়ন পত্র সংগ্রহ

Thakurgaonদশম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচনকালীন সরকারের খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা  রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের কাছে  মন্ত্রীর পক্ষ থেকে মনোনয়ন পত্র  সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড.মকবুল হোসেন বাবু। এ সময় আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, দীপক কুমার রায় ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এআর