বিরোধীদলের অবরোধের তৃতীয় দিন কুষ্টিয়ায় এ্যাম্বুলেন্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ১৮ দলের নেতা কর্মীরা। বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের মণ্ডল ফিলিং ষ্টেশনের কাছে লাঠিশোঠা নিয়ে ১৮ দলের নেতাকর্মীরা অবস্থান নেয়।
এসময় এ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়ী ভাঙচুর করেছে ১৮ দলের নেতা কর্মীরা। এসময় তারা সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ করে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে কুষ্টিয়ার ওপর দিয়ে সড়ক পথে দূরপাল্লার কোন যান চলাচল না করলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।