
দশম জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের বিষয়ে আইন শৃংখলা বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে বসছে নির্বাচন কমিশন(ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।
বৈঠকের উপস্থিত থাকার কথা রয়েছে পুলিশের মহাপরিদর্শক, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক, কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকসহ গোয়েন্দা সংস্থার প্রধানরা।
গতকাল উক্ত শীর্ষস্থানীয় করমকর্তাদের কাছে চিঠি দেয়া হয়েছে বলে ইসি সূত্র থেকে জানা গেছে।
এ ছাড়া, বিদেশি সাংবাদিক সহ পর্যবেক্ষকদের সাথে বৈঠকের বিষয়েও বুধবার বিকেল তিনটায় ইসির বৈঠক রয়েছে বলেও জানায় ইসি সূত্র।
এইচকেবি/