
তফসিল প্রত্যাখান ও নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের ডাকা অবরোধ বেড়েছে আরও ২৩ ঘণ্টা। শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে।
বুধবার রাত সাড়ে ১১টায় বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এর আগে বুধবার বিকেলে রুহুল কবির রিজভী অবরোধ কর্মসূচি ১২ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেয়।
অবরোধ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় জোটের নেতাকর্মী নিহত ও আটক হওয়ার প্রতিবাদে অবরোধ বাড়ানো হয়েছে বলে জানান রিজভী। এছাড়া শুক্রবার দুই দিনে নিহতদের স্মরনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজার কর্মসূচি দেওয়া হয়।