হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসছেন না খালেদাঃ প্রধানমন্ত্রী

sheikh-hasina

sheikh-hasinaহেরে যাওয়ার ভয়ে খালেদা জিয়া নির্বাচনে আসছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংসদীয় বোর্ডের সভায় সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের নিয়ে যেভাবে দেশে ধ্বংসাত্মক কর্মসূচি পালন করেছে এতে তারা হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছেন। এ দেশের জনগণ তাদের ভোট দেবে না। তিনি (খালেদা জিয়া) এ জন্য জামায়াতকে সাথে নিয়ে রাজপথে নেমে নৈরাজ্য ও জ্বালাও পোড়াও করছেন।

 

প্রধানমন্ত্রী জ্বালাও পোড়াও ছেড়ে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে তিনি বলেন, তারা জামায়াতের প্রতি সহানুভূতি দেখিয়ে হরতাল, অবরোধের মত কর্মসূচি দিচ্ছে।

এ সময় তিনি এ সব ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি যেভাবে মানুষ মেরে, জনগণের গাড়ি পুড়িয়ে দিচ্ছে। জনগণ যদি এখন ক্ষেপে গিয়ে তাকে গাড়ি ভাঙ্গা শুরু করে তাহলে তাদের কী হবে।

সেখানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত,  সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত আছেন।

এর আগে সকাল থেকেই সভানেত্রীর কার্যালয়ের সামনে শত শত মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকদের ভিড় দেখা যায়।

জানা গেছে, আজ এই সভায় দলের প্রার্থী চূড়ান্ত করবেন দলীয় সভানেত্রী।

এমআইকে