পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের রহিম টেক্সটাইল মিলস লিমিটেড শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রহিম টেক্সটাইলের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটিকে চিঠি দেয়। এর জবাবে গত ১৭ সেপ্টেম্বর কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানায় এ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক হারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
গত ছয় মাসে এ কোম্পানির শেয়ার দর ৬৬ টাকা বা ৩৮ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। মে মাসে এ কোম্পানি শেয়ার লেনদেন হয়েছিলো ১৭১ টাকায়। যা বর্তমানে ২৩৭ টাকায় দাড়িয়েছে। এ সময়ের কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ ৩৪৬ টাকায় লেনদেন উঠেছিলো।
এমআরবি/