মারুতি সুজুকির দেড় হাজার গাড়ি প্রত্যাহার

Maruti-Suzuki-Swift_Blackভারতের অন্যতম বড় গাড়ি নিমাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকি ইন্ডিয়া এক হাজার ৪৯২ টি গাড়ি বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।গাড়িগুলোর মধ্যে ইরতিগা, সুইফট, ডিজায়ার ও এ-স্টার হ্যাচব্যাক মডেল রয়েছে। আর এগুলো চলতি বছরের ১৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে নিমিত হয়েছে। খবর দ্যা ইকনোমিক টাইমসের।

গাড়িগুলোর স্টিয়ারিং সমস্যা রয়েছে। কোম্পানি নিজ খরচে তা ঠিক করে দেবে। এ ঘোষণা শুধু ভারতের বাজারে বিক্রি হওয়া গাড়িগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদেশে রপ্তানি করা গাড়ির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।