মন্দা বাজারে ছোট মূলধনী শেয়ারের দাপট

dse

dseটানা পাঁচ সপ্তাহের উর্ধগতির পর পুঁজিবাজারে মূল্য সংশোধন শুরু হয়েছে। মঙ্গলবার পর পর দ্বিতীয় দিনের মত দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার। মূল্যসূচকও কমেছে দুই স্টক এক্সচেঞ্জে। তবে এ মন্দা দিনেও বাজারে দাপট ছিল তুলনামূলক ছোট মূলধনের কোম্পানিগুলোর। যার একটি উল্লেখযোগ্য অংশ আবার দূর্বল মৌলের।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ৮ টিরই মূলধন ১০০ কোটি টাকার কম।অন্যদিকে এদিন বাজারে ২০৯ টি কোম্পানির দর হারানোর বিপরীতে যে ৬০ টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে তারও বড় অংশ ছোট ও মাঝারী মূলধনের।

ডিএসইতে মঙ্গলবার ৯ শতাংশের বেশি দাম বেড়েছে ফুওয়াং সিরামিক ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের। ৭ শতাংশ করে দাম বেড়েছে অ্যামবি ফার্মা ও অরিয়্ন ফার্মার। এইচআর টেক্সটাইলসের শেয়ারের দাম বেড়েছে ৬ শতাংশ। শাইনপুকুর সিরামিকসের শেয়ারের দাম ৫ শতাংশ বেড়েছে। আর ৪ শতাংশ করে বেড়েছে সেকেন্ড আইসিবি মিউচুয়াল ফান্ড ও সিএমসি কামালের। ম্যাকসন্স স্পিনিং ও ফুওয়াং ফুডের শেয়ারের দাম ৩ শতাংশ করে বেড়েছে।