
বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লি. (বিজিআইসি)- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেছেন।
সাইফুদ্দীন ১৯৮৬ সালে বিজিআইসিতে যোগদান করেন।তিনি বিজিআইসির চট্টগ্রাম অফিসের সার্বিক দায়িত্ব পালন করার পাশাপাশি সেখানেই জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করেন।২০০৯ সালে তিনি প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (অপারেশন)-এর দায়িত্ব ভার গ্রহণ করেন।এরপর এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (অপারেশন) হিসেবে পদোন্নতি লাভ করেন।
সাইফুদ্দীন চৌধুরী মিন্টু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্সসহ এম,কম ডিগ্রী অর্জন করেন, পাশাপাশি সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিং-এর উপর এমবিএ ডিগ্রী অর্জন করেন।