তেঁজগাওয়ে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ

shonghorsho_0

shonghorsho_0অবরোধের সমর্থনে তেঁজগাও শিল্পাঞ্চলে পুলিশের সাথে সংঘর্ষকালে বিএনপির অঙ্গসংগঠন থানা ছাত্রদলের সভাপতিসহ দুজনকে আটক করেছে তেঁজগাও শিল্পাঞ্চল পুলিশ।

আটককৃতরা হলেন, তেঁজগাও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি শাখাওয়াত হোসেন সৈকত ও কর্মী আশরাফুল আলম।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সংঘর্ষ ও আটকের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌণে আটটার দিকে অবরোধের সমর্থনে তেঁজগাও শিলাঞ্চল ছাত্রদল মিছিল বের করে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি ও টিয়ার শেল ছোড়ে। এতে আরও ক্ষিপ্ত হয়ে অবরোধ সমর্থন কারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল ছুড়তে থাকে।এত সংঘর্ট আধ ঘণ্টার মত স্থায়ী হয়।পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তেঁজগাও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, পুলিশেকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরন ঘটানোর সময় তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে।এখন তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে

এমআর/