ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১৯০ কোটি টাকা

dse

dseসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ১৯০ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে। তবে সূচকে ছিল মিশ্রাবস্থা।  লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে।

 বুধবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে চার হাজার ২৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক দশমিক ৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৫০৮ পয়েন্টে।
ডিএসইতে এসময় পর্য্ন্ত লেনদেন হয়েছে ২৪৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৭ টির কমেছে ১২৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির।
 এ সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৯ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৩ হাজার ২৯২ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ১৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২ টির কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির।

এমআরবি/