জামিন পেলেন না তেজপাল

tarun tejpal

tarun tejpalভারতের প্রভাবশালী সাপ্তাহিক তেহেলকার প্রতিষ্ঠাতা সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে করা যৌন হয়রানির মামলায় তার আগাম জামিনের আবেদন নামঞ্জুর করে দিল্লি হাই কোর্ট। তবে বুধবার মামলাটির শুনানি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক সুনিতা গুপ্তা।

প্রসঙ্গত, ওই পত্রিকার এক এক নারী সাংবাদিক তেজপালের বিরুদ্ধে চলতি মাসের শুরুতে পর্যটন নগর গোয়ায় তেহেলকা আয়োজিত এক অনুষ্ঠানে তেজপালের নির্যাতনের শিকার হন বলে পুলিশের কাছে অভিযোগ করেন।

এর পর  গোয়া পুলিশ স্বপ্রনোদিত হয়ে তেজপালের বিরুদ্ধে মামলা দায়ের করে।

তবে তেজপাল, ঘটনাটির সত্যতা যাচাই করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছিলেন। আর এ জন্য তিনি পুলিশকে সকল ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছিলেন।

সে সময় তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। অনেক সময় সম্মানজনক কিছু করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। এখানে অনেক কাছের মানুষও জড়িয়ে রয়েছেন। আমি সত্য যাচাই করতে পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষকে যথাযথ সাহায্য করব।’

তিনি বলেন, আমি পুলিশকে অনুরোধ করছি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেতে। কারণ আমি অভিযুক্ত হওয়ার পর থেকে টানা ৪ দিন ধরে আমার পত্রিকার ম্যানেজিং এডিটর সোমা চৌধুরীর পরামর্শ মতোই কাজ করেছি।’

এদিকে সোমা চৌধুরী জানান, তেজপাল ও অভিযোগকারী সাংবাদিকের ভাষ্যের মধ্যে গরমিল আছে। তারা বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছেন।

ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়েরের পক্ষে যুক্তি দেখিয়েছে দেশটির জাতীয় মহিলা কমিশনও।

ঘটনার জেরে গত বুধবার  তেজপাল পত্রিকাটির সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।