
ফের চাঁদে যাচ্ছে চিনের মহাশূণ্যযান।তবে এবার আর চাঁদের উপর ভো ভো করে চক্কর দিয়ে ছবি তোলা নয়, এবার যানটি মাটিতেও নামবে। চাঁদের মাটিতে। আর সে যান থেকে বের হয়ে আসবে বিশেষ রোবট। সরকার তার নাম দিয়েছে জাডে র্যাবিট।চায়না লোককাহিনী অনুসারে তার নাম।লোককাহিনী অনুসারে, জাডে র্যাবিট হচ্ছে এমন এক খরগোশ যা চাদের মাটিতে ঘুরে বেড়ায়। তাহলে বলা-ই যায়, চাঁদে যাচ্ছে চিনা খরগোশ। খবর বিবিসি, রয়টার্স ও চায়না মর্নিং পোস্টের।
আগামি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে যাত্রা শুরু করবে চিনা খরগোশ। ইতোমধ্যে মহাকাশ যানটির অবতরণের সম্ভাব্য জায়গা চিহ্নিত করেছে সে দেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প বিভাগ।
সাম্প্রতিক সময়ে চিন মহাশূন্য গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। গত জুন মাসেই দেশটির তিনজন বিজ্ঞানী মহাকাশে ১৫ দিন কাটিয়ে এসেছেন।
২০০৭ সালে মহাশূন্য অভিযান শুরু হওয়ার পর ব্যাপক সাফল্য দেখিয়েছে দেশটি। তবে এবারই প্রথম সরাসরি চাঁদে যান পাঠাচ্ছে। দেশটি ২০২০ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।