কুড়িগ্রামের রাজার হাট উপজেলার ছিনাই ইউনিয়নের দেবত্বর গ্রামে ১টি বাড়িতে আগুন লাগলে ৩টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে দেবত্বর গ্রামের মফিজলের বাড়িতে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরের ভিতরে থাকা আসবাবপত্রসহ সব কিছুই সম্পুর্ণ রূপে পুড়ে ছাই হয়ে যায়। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রান্না ঘরের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধরণা করা হচ্ছে।
বাড়ির মালিক মফিজুল ইসলাম বলেন, “আমার সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।
এআর