এ নারকেল বিথি আর দেখবে না কেউ

Kiribati Cocounut

Kiribati Cocounutসমুদ্র তীরের সারি সারি নারকেল গাছ,সবুজ বাতায়ন দ্বীপ রাষ্ট্র কিরিবাতির সৌন্দর্যে অন্যমাত্রা যোগ করেছে। এ নারকেল বিথি যুগের পর যুগ ধরে এ দ্বীপমালাকে বুক দিয়ে আগলে রেখেছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে। কিন্তু এবার বোধ হয় খোদ নারকেল বিথিকেই দুর্যোগে পড়ে উচ্ছেদ হয়ে যেতে হবে। ভেসে যাবে শেঁকড়ের মাটি। ক্ষয়ে যাবে, ধুয়ে যাবে সব। মনোরম এ নারকেল বিথি আর থাকবে না। পর্যটকদের ডাকবে না মমতা মাখানো হাতে। উন্নত দেশের মানুষের পাপের প্রায়শ্চিত্ব করতে হবে দরিদ্র কিরিবাতির মানুষ, পশুপাখি আর বৃক্ষরাজিকে।

জলবায়ু পরিবর্তনের ছোবলে ক্ষতবিক্ষত অসাধারণ নৈসর্গিক সৌন্দর্যের দেশ কিরিবাতি।প্রশান্ত মহাসাগরে ৩২ টি দ্বীপ নিয়ে এ রাষ্ট্র।সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির সর্বোচ্চ জায়গাটি দুই মিটার উঁচু। উষ্ণতাজনিত কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় আগামি ৫০ বছরের মধ্যে দ্বীপগুলোর বড় অংশই হারিয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে।