মানুষকে জিম্মি করার রাজনীতি পরিহার করুন : হাছান মাহমুদ

hasan-mahmud

bon-montri-hasan-mahmudবিরোধী দল বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মানুষকে জিম্মি করার রাজনীতি পরিহার করে, নির্বাচনের পথে আসুন। নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।

এ সময় তিনি বিরোধী দলকে আন্দোলনের নামে সংঘাত, নৈরাজ্য ও নাশকতা পরিহার করে সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার জন্য আবারও আহ্বান জানান।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আপনাদের কোনো বক্তব্য থাকলে নির্বাচন কমিশনের কাছে পেশ করুন। এখনো সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে, যে যত বড় প্রতাপশালী দলই হোক না কেন জনবিচ্ছিন্ন হয়ে যাবে।

বিরোধী জোটের ৪৮ ঘন্টার অবরোধের আল্টিমেটাল তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা আজ অবরোধ ডেকে জনগণকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তাদের এই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি তাদের এ আন্দোলনে নিজেদের কমীরা পর্যন্ত যুক্ত হচ্ছে না।

চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মীর হোসেন আক্তার, ফয়েজ উদ্দিন মিয়া, হুমায়ুন কবির মিজী প্রমুখ।

এমআইকে