
ঢাকা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টায় তিনি বার ভবন উদ্বোধন করেন। এ সময় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি।
জানা যায়, ঢাকা আইনজীবী সমিতি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। চার হাজার পাঁচশ বর্গফুট আয়তনের ১০ তলা বিশিষ্ট ভবনটির বেইজমেন্টে থাকবে কার পার্কিং, প্রথম তলার অর্ধেকটাই থাকবে পার্কিং, বাকী অর্ধেকে ২ জন ডাক্তারদের কক্ষ ও দোকান। দ্বিতীয় ও চতুর্থ তলায় এক হাজার আইনজীবীর বসার জন্য একটি হলরুম থাকবে। আর তৃতীয়তলায় থাকবে সমিতির সভাপতি, সাধারণ-সম্পাদকের কক্ষ, অফিস লাইব্রেরি ও মিলনায়তন। পঞ্চম, ষষ্ঠ,সপ্তম, অষ্টম ও নবম তলায় থাকবে আইনজীবীদের চেম্বার। দশম তলায় ক্যান্টিন থাকবে।