এক দিনের অলস শাহরুখ ! বিশেষায়িত

shahrukhএকটানা যে কোনো কাজ করতে গেলেই তাতে আর মজা পাওয়া যায় না। একটা সময় তা বিরক্তি এবং ঝামেলা মনে নয়। কাজটি যতই উপভোগ্য হোক না কেন, একজন মানুষ দিনের পর দিন একটানা একটা কাজ করে যেতে পারেন না। আর অন্য সকলের মতো পারেন না বলিউডের রাজা শাহরুখ খানও।

সপ্তাহে ছয়দিন পর্যন্ত কাজ করতে তার আপত্তি নেই। কিন্তু শনিবারে তাকে দিয়ে কাজ করানো যায় না। এই দিনটিতে তিনি আনন্দ-আমোদে অলসভাবে কাটাতে পছন্দ করেন। গত দুই দশক ধরে এর ব্যত্যয় ঘটে নি।

‘হ্যাপি নিউ ইয়ার’ মুভির জন্য পরিচালক ফারাহ খান শাহরুখের শনিবারকে কিনতে চাইলে তিনি জানান, একজন অভিনেতার তখনই কাজ করা উচিত যখন কাজ করার তাগদা তৈরি হয়। কারও যদি কাজ করতে ভালো না লাগে তাকে পিঁড়াপিঁড়ি করা উচিত নয়। শনিবার আমার একান্ত একটা দিন। এই দিনটাতে আমি কাজটাকে উপভোগ্য করি না।

জানা গেছে, ৪৮ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ মুভিতে শ্যুটিং করছেন। ছবিটি আগামি বছর মুক্তির সম্ভাবনা রয়েছে। ছবিটিতে অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, সনু সোড ও বোমান ইরানীও অভিনয় করছেন। খবর দ্যা টাইমস অব ইন্ডিয়া।