উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

dsex_191113সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন ও সূচক বেড়েছে। এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৩৫৪ পয়েন্ট হয়েছে। লেনদেন হওয়া ৫৮ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৮৮ পয়েন্ট।

সোমবার ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৩৫ পয়েন্টে। এ দিন লেনদেন হয়েছে ৭৫০ কোটি ৬১ লাখ টাকার। লেনদেন হয়েছে ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫১৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ২২৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯ টির কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

 

এমআরবি/