
আগামি ২৪ ডিসেম্বর রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ এবং চট্টগ্রামে ১২ এবং ১৩ ডিসেম্বর সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজত ইসলাম। রোববার চট্টগ্রাম হাটহাজারী এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জোনায়েদ বাবু নগরী।
সংবাদ সম্মেলনে বাবু নগরী বলেন, ১৩ দফা দাবীতে হেফাজতে ইসলাম ঢাকার শাপলা চত্বরে মহাসমাবেশ এবং চট্টগ্রামে ১২ এবং ১৩ ডিসেম্বরে সমাবেশ করবে। ১৩ দফা বাস্তবায়নে হেফাজত আরো কঠোর কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।
উল্লেখ্য গত ৫ই মে ঢাকা শাপলা চত্ত্বরে ১৩ দফা দাবীতে সমাবেশ করে। সমাবেশকে কেন্দ্র পুলিশ ও হেফাজত সমর্থকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।