সূচক পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের রোববারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭১ পয়েন্ট বা এক দশমিক ২৬ শতাংশ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৭৫ পয়েন্ট।
উভয় বাজারেই সূচকের সাথে কমেছে লেনদেন। ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের তুলনায় ৬৯ কোটি টাকা কম। সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসের তুলনায় ১৭ কোটি কম।
রোববার ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক কমেছে ১২ পয়েন্ট।
রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৪ টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫ টির কমেছে ২২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির।
অপর বাজার সিএসই রোববার লেনদেন হয়েছে ২২১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৯ টির কমেছে ১৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির।
এমআরবি/