যমুনা অয়েলের মুনাফা বেড়েছে ২১ শতাংশ

jamuna-Oil-logoপ্রথম প্রান্তিকে যমুনা অয়েলের মুনাফা বেড়েছে ২১ শতাংশ। কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জুলাই১৩-সেপ্টম্বর১৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য জানা যায়।

আলোচিত প্রান্তিকে কোম্পানি কর পরবর্তী মুনাফা করেছে ৫১ কোটি ১৭ লাখ টাকা যা আগের বছর একই সময়ে ছিল ৪২ কোটি ২৮ লাখ টাকা। এই প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ৫ টাকা ৬১ পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৬৩ পয়সা।

কোম্পানি ২০১৩ সালে যে পরিমান বোনাস শেয়ার অনুমোদন করেছে তা বিবেচনায় আনা হলে কোম্পানির শেয়ার প্রতি আয় হবে ৫ টাকা ১০ পয়সা।

 

এমআরবি