
বিয়ের আগে সাইফ ঘোষণা দিয়েছিলেন, বিয়ের পর তিনি ও কারিনা পর্দায় চুমু খাবেন না। এর পর স্প্রতি তিনি বললেন, ‘ আমি মনে করি বলিউডের ছবিতে চুমুর কোনও দরকার নেই। আমাদের মানায় না। কেউ এটা সহজভাবে করতে পারে না। ভারতীয় দর্শকও পছন্দ করে না।’
তবে এগুলোতো খুব কম চমকের খবর। কারিনা জানালেন, বিয়ের পরে তারা বলিউডের সিনেমা দেখেন না!
এমনকি কারিনা তার চাচাতো ভাই রনবীরের আলোচিত ‘বরফি’ সিনেমাটিও দেখেন নি।
এর কারণ হিসেবে অবশ্য তিনি বলেন, সাইফ বলিউডের সিনেমা দেখতে অস্বীকার করার কারণেই ছবিটি দেখা হয়নি।
বলিউডি সিনেমা না দেখা সম্পর্কে সাইফ অবশ্য বললেন তার কথা।
তার বক্তব্য হলো , সারা দিন কাজের পরে একই ধরণের গল্প, ন্যাকামিগুলো আর ভালো লাগে না।
তবে বলিউডের সিনেমা না দেখলেও হলিউডের সিনেমায় না নেই সাইফের। কারণ তিনি মনে করেণ ওই সিনেমাগুলো থেকে বেশ কিছু শেখার আছে।