
‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’ গঠন করা হয়েছে।
রোববার অর্থ মন্ত্রণালয় ১৭ সদস্যবিশিষ্ট সদস্যের পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করেছে।
চেয়ারম্যান ফরাসউদ্দিনের নেতৃত্বে এই কমিশন কাজ করবে। এই কমিশনে ৩ জন স্থায়ী সদস্য, ১২ জন খণ্ডকালীন সদস্য এবং যুগ্ম সচিব পদমর্যাদার একজন সদস্য সচিবের কাজ করবেন বলে জানা গেছে ।
এ কমিশনের সুপারিশের ভিত্তিতে আগামি ছয় মাসের মধ্যে স্থায়ী পে কমিশন গঠন করা হবে।
জানা গেছে, সরকারের বিভিন্ন ক্যাডার ও বিভাগে বেতন বৈষম্যের কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের সুপারিশ করবে কমিশন।
উল্লেখ্য, বর্তমানে দেশে প্রায় ১৩ হাজার সরকারী কর্মকর্তা ও কর্মচারী সক্রিয় রয়েছে।