৪০ কি.মি. লম্বা টিউলিপ গার্ডেন ! ক্লান্ত পর্যটকরা

Tulip

Tulipতাই বলে ৪০ কিলোমিটার লম্বা ফুলের বাগান? তা হলে চলুন ঘুরে আসা যাক ইউরোপের সবচেয়ে বড় ফুলের বাগান হল্যান্ডে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে বছরে ৭৫০,০০০ পর্যটক আসেন চোখ জুড়ানো আর মন ভোলানো টিউলিপ বাগান দেখতে। তার মধ্যে প্রতিবেশি দেশ জার্মানি থেকেই আসেন প্রায় ১৫০ ০০০ পর্যটক৷ প্রতিবছর মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি অর্থাৎ মাত্র দু’মাস খোলা থাকে এই ‘টিউলিপ গার্ডেন’৷

টিউলিপ তুরস্কের জাতীয় ফুল হলেও এর বিশাল বাগান রয়েছে হল্যান্ডে ৷ জার্মানদের কাছেও টিউলিপ খুব পছন্দের ফুল৷ এবারের থিম দেশ ইংল্যান্ড টিউলিপ গার্ডেনের আয়োজন শুরু হয়েছে ৬৪ বছর আগে থেকে ৷ এ বছরের থিম দেশ ইংল্যান্ড ৷ গত বছরগুলোতে অ্যামেরিকা, জার্মানি, রাশিয়া ছিলো থিম দেশ হিসেবে। এত বড় বাগান ঘুরে দেখতে সময়ের প্রয়োজন তাই পর্যকদের অনেকে বাগানে ঢুকেই সাইকেল ভাড়া করে নেন যেন প্রকৃতির এই সৌন্দর্য পুরোটা দেখা থেকে বঞ্চিত না হন৷ টিউলিপ গার্ডেন না দেখলে কল্পনাই করা যায় না যে এত রঙ-এর আর এত ধরনের টিউলিপ রয়েছে ৷ লাল, নীল, হলুদ, গোলাপি, বেগুনি কালো কোনো রঙ-ই যেন বাদ নেই অপরূপ এই প্রকৃতি

শুধু কি তাই, কোনো কোনো ফুল দেখে মনে হয় ছোট্ট টিউলিপকে কেটে কে যেন বড় টিউলিপের কোলে বসিয়ে দিয়েছে ৷ প্রকৃতির প্রতি বিধাতার এই অপার দান দেখে কিছুক্ষণের জন্য হলেও কৃতজ্ঞতায় মনে ভরে ওঠে৷ গাড়িতে বা বাসে যাওয়ার সময় দূর থেকে টিউলিপ গার্ডেনকে মনে হয় কে যেন মাঠের পর মাঠ জুড়ে ফুল তোলা শাড়ি বিছিয়ে রেখেছে৷

সারাদিনের ভালো লাগাকে বন্দি করে রাখতে প্রতিটি পর্যটকের কাছেই রয়েছে ক্যামেরা। কেউ ক্যামেরা আনতে ভুলে গেলেও মন খারাপ করার কোনো কারণ নেই। টিউলিপ পার্কের পাশেই রয়েছে নানা দামের সাইজের ক্যামেরার দোকান।

 

এআর