মিশরে তুর্কির রাষ্ট্রদূতকে বহিস্কার

Torky

Torkyমিশরের কায়রোতে নিয়োজিত তুর্কির রাষ্ট্রদূতকে বহিস্কার করা হয়েছে। এতে মিশরের সাথে তুর্কির কুটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির মিশরীয় সামরিক বাহিনীর সাথে জড়িত ঘটনার জের ধরে দু’দেশের মধ্যে উত্তেজনা তীব্র পর্যায়ে পৌঁছালে তাকে বহিষ্কার করা হয়।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুর্কির রাষ্ট্রদূতকে অবাঞ্চিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং মিশরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য খুব শীঘ্রই তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল সাংবাদিকদের বলেছেন, মিশরের সাথে আমাদের সম্পর্ক শীঘ্রই আগের স্থানে ফিরে যাবে।

তুর্কির ইসলাম শাসিত দল খুব শীঘ্রই মিশরের মুসলিম ব্রাদারহুডের কেন্দীয় নেতা মুহাম্মদ মুরসির কাছে এ ব্যাপারে সহায়তা চাইবে বলে জানিয়েছে।  খবর এপি।