
অবৈধ অভিবাসীদের জন্য সৌদি আরবের দরজা পুরো বন্ধ হচ্ছে না।আপাতত দেশে ফেরত আসতে হলেও ফের তারা সৌদি আরব যেতে পারবেন।তবে অবশ্যই বৈধ ভিসা ও কাজের অনুমতি লাগবে তাদের।অবশ্য মাঝখানে ১০ বছরের একটি বিরতি দিতে হবে।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।খবর আরব নিউজের।
চলতি বছরের জুলাই মাসে সৌদি সরকার দেশটিতে থাকা অবৈধ অভিবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল।তাদেরকে বৈধভাবে থাকার অনুমতিপত্র সংগ্রহের জন্য সময় বেঁধে দেওয়া হয়।দুই দফা বাড়ানোর পর গত ৩ নভেম্বর ওই সময়সীমা শেষ হয়।পরদিন থেকেই দেশটিতে শুরু হয়েছে অবৈধ শ্রমিক বিরোধী অভিযান।আটক শ্রমিকদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিজ নিজ দেশে।
দেশে ফেরত পাঠিয়ে দেওয়া শ্রমিকরা কাজের জন্য আবার সৌদি আরব যেতে পারবে কি-না এতদিন পর্যন্ত তা ছিল অস্পষ্ট।আর এ কারণে অনেক অর্থ ব্যয় করে দেশটিতে যাওয়া অভিবাসী শ্রমিকরা এক ধরনের আত্মগোপনের পথ বেছে নিচ্ছে।যাতে ধরা পড়ে দেশে ফিরে আসতে না হয়।এমন অবস্থায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে,ভিসা ও কাজের অনুমতিপত্র না থাকায় যে সব শ্রমিককে এখন দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে,তারা নতুনভাবে ভিসা ও কাজের অনুমতিপত্র নিয়ে দেশটিতে ফিরে যেতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্ বলেন,অবৈধ শ্রমিকদের জন্য পুনঃরায় সৌদি আরবে ফিরে আসার সুযোগ থাকছে।তাদেরকে শুধু ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।তারা চাইলে এরপর বৈধ কাগজ-পত্র নিয়ে আবার সৌদি আরব আসতে পারবে।