

তারা জানিয়েছে, চেঙগু শহরে ‘শার্প সোর্ড’ নামের এই ড্রোনটি আকাশে ২০ মিনিট ধরে পরীক্ষামূলকভারে উড্ডয়ণ করতে সফল হয় । চলতি বছর সেপ্টেম্বরে পুর্ব-চিন-সাগরে কিছু বিতর্কিত দীপ পুঞ্জের কাছে একটি মার্কিন ড্রোনের মহরার পরএ ধরণের বিমান তৈরিতে তাদের আগ্রহ বেড়ে যায় । এরই ফলশ্রুতিতে তারা এ ধরনের বিমান তৈরি করে ।
এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চিন জে-২০ ও জে-৩১ যুদ্ধবিমানও তৈরি করতে সক্ষম হয় ।
এই ঘটনায় জাপান বলেছে, তাদের আকাশ সীমায় এ ধরণের বিমান উড়ে যেতে দেখলে সাথে সাথে গুলি করা হবে । তবে চিনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপান কতৃক চিনের বিমানকে গুলি করার হুমকিকে ‘যুদ্ধের সামিল’ বলে ধরে নেয়া হবে বলে জানিয়েছে।
এদিকে, চিনের একটি দৈনিক পত্রিকায় বলা হয়েছে, এ সফল উড্ডয়নের মাধ্যমে চিন ও পশ্চিমাদের মধ্যকার বৈষম্য কিছু কমে যাবে ।
বিবিসির প্রতিরক্ষা বিষয়ক প্রতিনিধি জনাথন মার্কাস জানান, এর মাধ্যমে চিন চালকবিহীন বিমান প্রযুক্তি (ইউএভি) তে আমরিকা, ইসরাইলদের, ফ্রান্স এবং যুক্তরাজ্যর সাথে নতুন করে তাদের নাম যোগ করেছে ।
তিনি আরো জানান, এর মাধ্যমে চিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তির প্রত্যেকটা ক্ষেত্রে ভার্চুয়ালভাবে নিজেদেরকে মানিয়ে নিয়ে এ বিমান তৈরিতে বৈচিত্র্য আনতে সক্ষম হয়েছে ।