
ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এসব হরহামেশাই ঘটে জাপানে। তবে সে ঘটনায় চমকপ্রদ কিছু হয় না। এবার কিন্তু ব্ষ্মিয় জাগানিয়া ঘটনাই ঘটেছে। প্রশান্ত মহাসাগরে জাপানের জলসীমায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে জেগে উঠেছে এক ছোট্ট দ্বীপ। নতুন বছরকে সামনে রেখে এ যেন জাপানের জন্য আগ্নেয়গিরিটির বিশেষ উপহার। খবর গার্ডিয়ান, বিবিসি ও ডেইলি মেইলের।
বুধবার জাপানের নৌবাহিনী রাজধানী টোকিও থেকে প্রায় ৬০০ মাইল দূরে সমুদ্র থেকে ধোঁয়ার উঠতে দেখতে পায়।পরে দেশটির কোস্টগার্ড বা উপকূল রক্ষা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।তখন তারা আগ্নেয়গিরির লাভা থেকে জেগে উঠা এ দ্বীপটি দেখতে পায়। বিষ্ময়ে, আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়েন তারা। কাছাকাছি সময়ে যে এমন ঘটনা আর ঘটেনি জাপানে। কোস্টগার্ড সদস্যদের জন্য এটি ছিল এক বিরল অভিজ্ঞতা।
অবশ্য সত্তুর ও আশির দশকে প্রশান্ত মহাসাগরে জাপানের জলসীমায় এমন আরও দুটি দ্বীপ জেগে ছিল। তবে পরবর্তীতে সেগুলো সমুদ্রে বিলীন হয়ে যায়। চলতি বছর পাকিস্তানে ভূমিকম্প থেকে এমন একটি ছোট্ট দ্বীপের জন্ম হয়েছে।