
তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই ইউরোপীয় ইউনিয়নের সম্মানসূচক ‘সাখারভ’ পুরস্কার নিয়েছেন। বুধবার ফ্রান্সের শহরে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুল্জ।
মানবাধিকারের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে মালালাকে এই পুরস্কার দেওয়া হয়।
১৬ বছর বয়সী মালালাকে নারী শিশুদের অধিকার রক্ষা ও নারী শিক্ষার উন্নয়নে তার দৃঢ় অবস্থানের কারণে তালেবানের হামলার শিকার হতে হয়।
বাক স্বাধীনতার জন্য ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে প্রতি বছর একজন ব্যক্তিকে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়। রুশ পদার্থ বিজ্ঞানী আন্দ্রেই সাখারভের নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।
মার্কিন গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোচিত হওয়া অ্যাডওয়ার্ড স্নোডেন এ বছর সাখারভ পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মালালার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে শেষ পর্যন্ত স্নোডেনকে হারিয়ে মালালাই জিতে নেন সাখারভ পুরস্কার।