যমুনা অয়েলের ১০০% লভ্যাংশ ঘোষণা

jamuna-Oil-logoপুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুত খাতের কোম্পানি যমুনা অয়েল শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পরিষদের সভায় লভ্যাংশের প্রস্তাব করা হয়। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে তা কার্যকর হবে।

আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২১ টাকা ৮১ পয়সা।

 

আগামি ২৫ জানুয়ারি কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।