
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধŸমুখী প্রবণতায় চলছে লেনদেন। বেলা সাড়ে এগারটায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ২৭৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৬৩ কোটি ৬৮ লাখ টাকার। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৭৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।
সোমবার সাড়ে এগারটা পর্যন্ত ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮২ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৪ টির কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২৫১ পয়েন্টে।
এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০ টির কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির।
এমআরবি/