
আলোচিত প্রান্তিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ৯৯ লাখ টাকা যা গত বছরের একই সময়ে ছিল ৪ কোটি ১৩ লাখ টাকা।
উল্লেখ কোম্পানির বেসিক ইপিএস হিসাব করা হয়েছে ২০১৩ এবং ২০১২ সালের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও)’র পূর্বের ৫ কোটি ৫১ লাখ ২৫ হাজার শেয়ারের উপর। যদি ইপিএস আইপিও’র পরের ৮ কোটি ৫১ লাখ ২৫ হাজার শেয়ারের উপর নির্ধারণ করা হত তাহলে ইপিএস হত ৪৭ পয়সা।
এছাড়া কোম্পানির গত নয় মাসে (জুলাই২০১২-মার্চ২০১৩) কর পরবর্তী মুনাফা হয়েছিল ১২ কোটি ৫৫ লাখ টাকা এবং ইপিএস ২ টাকা ২৮ পয়সা যা আগের বছর একই সময়ে ছিল ১৩ কোটি ৫০ লাখ টাকা এবং ২ টাকা ৪৫ পয়সা।
এমআরবি/