ডিএসইতে দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

up_trend1সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ৫১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে ২৩ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ৫২১ কোটি টাকার শেয়ার।  ডিএসই ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।

লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৫০ লাখ টাকার। ডিএসই ৩০ সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

ডিএসইতে আজ ২৮৯ টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২ টির কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

এ দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এই সিএসই সার্বিক সূচক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩ হাজার ১৭১ পয়েন্টে। লেনদেন হয়েছে মোট ২১৯ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১০৮ টির কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির।

 

এমআরবি/