পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৯০ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ১০ শতাংশ বোনাস।
মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ লভ্যাংশ প্রস্তাব করা হয়। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে।
সভায় গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়। আলোচিত বছরে কোম্পানিটি ২০৬ কোটি টাকা নিট মুনাফা করেছে। যা আগের বছরের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি। আগের বছর কোম্পানির মুনাফার পরিমাণ ছিল ১৪৬ কোটি টাকা।
আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা। তবে ওয়েটেড এভারেজ করে তা দাঁড়িয়েছে ২৭ টাকা ৬২ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি ৭৯ টাবা ৭৪ পয়সা।
বৈঠক শেষে কোম্পানির চেয়ারম্যান ইউনুসুর রহমান অর্থসূচককে বলেন, গত হিসাব বছরে আমরা ভাল ব্যবসা করেছি। আমাদের কোম্পানির মুনাফায় অসাধারণ প্রবৃদ্ধি হয়েছে।
গত বছরও কোম্পানিটি ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তার মধ্যে ৬৫ শতাংশ ছিল নগদ আর ৩৫ শতাংশ বোনাস।
আগামি ১৫ ফেব্রুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ ২৩ ডিসেম্বর।